নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৩ সেপ্টেম্বর ২০২৫

শিক্ষার্থীদের রোপন করা গাছ কাটার প্রতিবাদ করায় 

রূপগঞ্জের মাদরাসা শিক্ষককে পিটিয়ে জখম : মাদরাসা জ্বালিয়ে দেয়ার হুমকী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১৩, ২২ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জের মাদরাসা শিক্ষককে পিটিয়ে জখম : মাদরাসা জ্বালিয়ে দেয়ার হুমকী

রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের রাস্তার পাশের এতিম শিক্ষার্থীদের রোপন করা অর্ধশত কলাগাছ কেটে দিয়েছে মোবারক হোসেন মবি ও তার পরিবারের সদস্যরা। এর প্রতিবাদ করায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র রামদা, হামার ও রড দিয়ে পিটিয়ে জখম করেছে মাদরাসা শিক্ষক হাসানুজ্জামানকে।

এ ঘটনায় হামলার শিকার শিক্ষক রবিবার (২২ সেপ্টেম্বর) বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। এরআগে শনিবার বিকালে পূর্বাচলের ৫নং সেক্টরের মারকাযুসুন্নাহ আস সালাফী মাদরাসায় এমন ঘটনা ঘটে। 

হামলার শিকার শিক্ষক হাসানুজ্জামান বলেন, সরকারী বৃকরোপনের আওতায় পূর্বাচল ৫ নং সেক্টর মারকাযুস সুন্নাহ আস-সালাফী মাদ্রাসার শিক্ষার্থীরা মাদরাসা সংলগ্ন রাজউকের রাস্তার পাশে কিছু ফলজ গাছ রোপন করে। এসব রোপন করা গাছের ফল এতিম শিশুরা ভোগ করে আসছে।

কিন্তু বেশ কয়েকদিন ধরে একই এলাকার বাসিন্দা মোবারক হোসেন মবি ও ,তার ছেলে  হুমায়ুন ও তাইবিন বাবু স্ত্রী পারভীনগং কলাগাছ থেকে পরিপক্ব ফল কেটে নিয়ে যায়। এসব বিষয় হাসানুজ্জামান আমি সহকারী শিক্ষক পদে থাকায় প্রতিবাদ করি।

এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা করে রড দিয়ে পিটিয়ে আহত করে। পরবর্তীতে শিক্ষার্থীদের রোপন করা প্রায় ৫০ টির অধিক গাছ কেটে ফেলে মোবারক গং। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি। 

মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেজ এইচ এম মাহমুদুল্লাহ বলেন, এতিম অসহায়দের লাগানো গাছ মোবারকগং লুট করে কেটে নিয়েছে। প্রতিবাদ করায় হাসান সাহেবকে পিটিয়েছে। তার ডাক চিৎকার শুনে আমরা উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে ভর্তি করেছি।

এরআগে মোবারকগং মাদরাসা ভবন জ্বালিয়ে দেয়াসহ শিক্ষকদের  ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। পাশাপাশি আমাদের সহকর্মী  শিক্ষক হাসানুজ্জামানের উপর হামলার নিন্দা জানাচ্ছি।  

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শিক্ষকের উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।