
রূপগঞ্জে ভোজ্য তেলের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানাটির অধিকাংশ মেশিনপত্র ও বিপুল পরিমাণ কাঁচামাল পুঁড়ে গেছে।
তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার মুড়াপাড়া এলাকায় আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গ্লোব এডিবল অয়েল লিমিটেড কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে বারোটায় কারখানাটির সয়াবিন তেল প্রক্রিয়াজাত করণের সিট ক্রাশিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে।
আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে শ্রমিকরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁ স্টেশনের পাঁচটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর একটায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণেণ আগুনে কারখানার অধিকাংশ মেশিনপত্র ও বিপুল পরিমাণ কাঁচামাল পুঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানান প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা।
গ্লোব এডিবল অয়েল লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা (এডমিন, প্রশাসন) বিগ্রেডিয়ার (অব:) আশরাফ বলেন, সয়াবিন তেল প্রক্রিয়াজাত করণের সিট ক্রাশিং সেকশনে আগুন লাগে।
আগুনে অধিকাংশ মেশিনারিজ, বিপুল পরিমাণ কাঁচামাল, আসবাবপত্র, বিভিন্ন প্রকার সামগ্রী ও মালামাল পুঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব না। যাচাই বাচাই করে নির্ণয় করা হবে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ওসমান গনি বলেন, 'আগুনের খবর পাওয়ার সাথে সাথে আমাদের কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁ স্টেশনের পাঁচটি ইউনিট দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে তদন্ত করা হবে।