
সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: অকিল উদ্দিন ভুঁইয়া এবং সাবেক ছাত্রদল নেতা ইরফান ভুঁইয়ার নেতৃত্বে ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার জনসাধারণের মাঝে এ প্রচারপত্র বিতরণ করা হয়।
এসময় বিএনপি নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনসাধারণকে তারেক রহমান ও খালেদা জিয়ার সালাম জানান।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মো: অকিল উদ্দিন ভুঁইয়া বলেন, আজকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে প্রচারপত্র বিতরণ করা হয়েছে। আমরা তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের দফাগুলো জনগণের কাছে তুলে ধরছি।
৬নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও মহিলাদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের নির্বাচনী কার্যক্রম শেষ হবে।
সাবেক ছাত্রদল নেতা ইরফান ভুইয়া বলেন, যারা নির্বাচন নিয়ে গড়িমসি করছে তাদের সকলের সাথে আওয়ামীলীগের দোসররা জড়িত। আওয়ামী ফ্যাসিষ্ট ছাড়া নির্বাচন মানবে না এমন কেউ নেই। যাদের কাছে দেশপ্রেম আছে, জনগণের প্রতি দায়বদ্ধতা আছে তারাই নির্বাচন চাবে। নির্বাচন হল জনগণের শক্তি। তাই নির্বাচনের কোন বিকল্প নেই, নির্বাচন দিতেই হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভুঁইয়া, আলী আক্কাস, মো: সজিব ভুঁইয়া, ইমন ভুইয়া, মৃদুল, আলমগীর ও সুমনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।