নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ অক্টোবর ২০২৫

ঐক্যবদ্ধভাবে কাজ করেই ধানের শীষের বিজয় নিশ্চিত করবো : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪২, ১৫ অক্টোবর ২০২৫

ঐক্যবদ্ধভাবে কাজ করেই ধানের শীষের বিজয় নিশ্চিত করবো : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দলীয় ঐক্যের বার্তা দিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন মাহমুদ। তিনি বলেন, “এই আসনে প্রতিযোগিতা হবে, কিন্তু দ্বন্দ্ব হবে না। ঐক্যবদ্ধভাবে কাজ করেই ধানের শীষের বিজয় নিশ্চিত করবো।”

মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৫) দুপুরে সোনারগাঁয়ের একটি অভিজাত রিসোর্টে আয়োজিত মতবিনিময় সভায় তিনি দলের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজের অবস্থান তুলে ধরেন।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “২০১৭ সাল থেকে আমি জেলা বিএনপির রাজনীতির সঙ্গে আছি। সাধারণ সম্পাদক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। দলের প্রতি আনুগত্য আর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করেই আমি মাঠে নামছি। কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

তিনি জানান, এই আসনে বিএনপির চারজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। কিন্তু এটিকে দ্বন্দ্ব নয়, বরং প্রতিযোগিতা হিসেবে দেখার আহ্বান জানান তিনি। “প্রতিযোগিতা দলকে শক্তিশালী করবে, দ্বন্দ্ব নয়। সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করব।”

সোনারগাঁয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “শিক্ষার হার ও মান উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে জরুরি চিকিৎসা, নদী-খাল-বিল রক্ষা, এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ—এসবই আমার অঙ্গীকার।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি, আর গণতন্ত্র রক্ষায় সাংবাদিকরা হচ্ছেন আমাদের বড় শক্তি।”

সভা শেষে তিনি বলেন, “আমি কোনো বলয় গড়তে আসিনি, কাউকে বাদ দিতে আসিনি। সবাই মিলে কাজ করলেই বিজয় আমাদের হবে। আসুন মিলেমিশে শান্তি, সমৃদ্ধি ও সাম্যের সমাজ গড়ি। ধানের শীষে ভোট দিন।”

এই সময় নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।