নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৪ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২৬ নং ওয়ার্ড যুবদলের দোয়া  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৮, ৪ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২৬ নং ওয়ার্ড যুবদলের দোয়া  

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বন্দর  দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আছর বন্দর থানা  ২৬ নং ওয়ার্ড যুবদলের উদ্যাগে  কঠিরবন এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে  নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে,এম, মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতিক। তাকে বলা হতো আপষহীন নেত্রী। তিনি সব সময় দেশ ও  দেশের জনগনকে ভালবাসতেন।

গত ১/১১ সময় তাকে দেশ ত্যাগ করার জন্য বাধ্য করতে চেয়ে ছিল।  তিনি তখন এদেশের জনগন ও নেতাকর্মীদের কথা চিন্তা করে দেশ থেকে পালিয়ে যায়নি। আপনারা আমাদের  মহান নেত্রী বেগম খালেদা জিয়ার  জন্য মন থেকে দোয়া করবেন। তিনি যেন সুস্থ হেযে দেশ ও জনগনের সেবা করতে পারে।

বন্দর থানা ২৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ সফর আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস ইকবাল অনিকের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আহাম্মদ আলী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এ্যাডঃ শরিফুল ইসলাম শিপলু, বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক  সম্পাদক আলী নওশাদ তুষার ও মহানগর তাঁতী দলের যুগ্ম আহবায়ক মোমেন প্রমুখ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল খন্দকার, ২২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাজী সোহাগ, বন্দর উপজেলা যুবদল নেতা জনী খন্দকার, ২৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন,২৪ নং ওয়ার্ড যুবদল নেতা তাজুল ইসলাম, যুবদল নেতা ইব্রাহিম,২৬ নং ওয়ার্ড ছাত্রদল নেতা তানজিল আহাম্মেদ, সম্রাট, ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা তামিম, রাব্বী, ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, ২৬ নং ওয়ার্ড বিএনপি নেতা পিয়ার আলী, ২৬ নং ওয়ার্ড যুবদল সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম, ২৬ নং ওয়ার্ড কৃষক দলের নেতা ইয়াছিন, বিএনপি নেতা আলী আক্কাসসহ ২৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন কঠিরবন দারুল উলুম কাওমী মাদ্রাসার হাফেজ মোঃ আব্বাস ।