নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম পুরোধা আখ্যায়িত করেছেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া সারা জীবন বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে গেছেন। অথচ শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। নির্যাতন, জুলুম ও দমন-পীড়নেও তিনি কখনো দমে যাননি। আজ তার শূন্যতা গভীরভাবে অনুভব করছে বাংলাদেশের মানুষ। দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার মতো একজন দেশপ্রেমিক নেত্রী অত্যন্ত প্রয়োজন ছিল।
অনুষ্ঠানে শিল্পপতি ও সিআইপি বজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, বিএনপি নেতা আব্দুর রশিদ মিয়াসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি স্থানীয় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।


































