নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৭ জানুয়ারি ২০২৬

বন্দরে চোরাইকৃত থান কাপড়সহ আটক ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১০, ১৭ জানুয়ারি ২০২৬

বন্দরে চোরাইকৃত থান কাপড়সহ আটক ২

বন্দরে থান কাপড় চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা  ২ চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটককৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার কাশেম মিয়ার ছেলে সায়মন (১৯) ও একই এলাকার আল আমিন মিয়ার ছেলে আপন (১৯)।

এ ব্যাপারে থান কাপড় ব্যবসায়ী জহিরুল ইসলাম সুমন বাদী হয়ে আটককৃত ২ চোরকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং-। পুলিশ আটককৃতদের শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে।

গত শুক্রবার (১৬ জানুয়ারী) রাত বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ী এলাকা থেকে চোরাইকৃত থান কাপড়সহ এদেরকে আটক করে পুলিশে সোর্পদ করে। এর আগে শুক্রবার বিকেল ৫টা থেকে ওই দিন রাত পৌনে ১১টার মধ্যে যে কোন সময়ে এ চুরি ঘটনা ঘটে।

জানা গেছে, বন্দর থানার নবীগঞ্জ এলাকার তাইজুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম সুমন দীর্ঘ দিন ধওে থান কাপড়ের ব্যবসার পাশাপাশি হোসিয়ারী ব্যবসা করে আসছিল।

এ সুবাদে নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার কাশেম মিয়ার ছেলে বিবাদী সায়মন ব্যবসায়ী জহিরুল ইসলাম সুমনের  পূর্ব পরিচিত এবং তিন মাস পূর্বে তার হোসিয়ারীর কর্মচারী ছিল। প্রতিদিনের ন্যায় হোসিয়ারী ব্যবসায়ী জহিরুল ইসলাম সুমন  গত শুক্রবার বিকেল ৫টায় হোসিয়ারী কারখানা তালাবদ্ধ করে বাসায় চলে যায়।

পরবর্তীতে ওই দিন রাত  পৌনে ১১টায় সাব্বীর নামে জনৈক ব্যক্তি মোবাইল ফোন নাম্বার ০১৬৭৪-৪৭১২৭৬ হতে ব্যবসায়ী জহিরুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার ০১৬১১-২৪০০৩৭ এ ফোন করিয়া জানান স্থানীয় লোকজন বন্দর থানাধীন বাগবাড়ী এলাকায় দুইজনকে সন্দেহজনকভাবে থান কাপড়সহ আটক করেছে।

খবর পেয়ে ব্যবসায়ী জহিরুল ইসলাম সুমন  দ্রুত ঘটনাস্থলে এসে আটককৃত চোর সায়মন ও আপনের কাছ থেকে  চোরাইকৃত থান কাপড় সনাক্ত করি। পরে বিষয়টি জরুরী  সেবা ৯৯৯ খবর দিলে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে এসে চোরাইকৃত ১৩০ গজ থান কাপড় জব্দসহ আটককৃতদের নিজ হেফাজতে নেয়। যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।  
 

সম্পর্কিত বিষয়: