বন্দরে অটো চালককে অচেতন করে ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে যাত্রীবেশী দুর্বৃত্তরা। এ ঘটনায় অটো ইজিবাইক চালক সঞ্জিত চন্দ্র সাহা বাদী হয়ে শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এর আগে গত বৃহস্পতিবার শুক্রবার (১৫ জানুয়ারী) রাতে বন্দর উপজেলার মদনপুর বারাকাহ হাসপাতালের সামনে এ ঘটনাটি ঘটে।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার ২১ নং ওয়ার্ডের রুপালী আবাসিক ওয়াসা গল্লী এলাকার মৃত মাখন চন্দ্র সাহা ছেলে সঞ্জিত চন্দ্র সাহা দীর্ঘ দিন ধরে ভাড়াকৃত অটো ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছি।
প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার বিকেল ৫টায় অজ্ঞাত ২জন পুরুষ ও ২জন মহিলা যাত্রী সেজে বন্দর ঘাট হইতে মদনপুর বারাকাহ হাসপাতাল যাওয়ার জন্য অটোগাড়ীতে উঠে ।
পরে হাসপাতালের সামনে আসলে যাত্রীবেশী দুর্বৃত্তরা অটো থেকে নেমে হাসপাতালের ভিতরে প্রবেশ করে। পরে তারা ফেরত এসে পুনরায় বন্দর ঘাট যাওয়ার জন্য অটো চালককে হাসপাতালের মূল গেইটের সামনে বসতে বলে।
কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন আটো চালককে চা পান করালে এর ৭-৮ মিনিট মধ্যে অটো চালক জ্ঞান হারিয়ে ফেললে যাত্রীবেশী দুর্বৃত্তরা উক্ত ব্যাটারিচালিত অটো নিয়ে পালিয়ে যায়।
পরে শুক্রবার ভোর সাড়ে ৬টায় আশেপাশের লোকজন অটো চালককে বারাকাহ হাসপাতালের সামনে ময়লার ডাস্টবিন হইতে জখমী অবস্থায় উদ্ধার করে ব্যাটারিচালিত মিশুক যোগে অটো চালককে বাড়িতে পৌঁছে দেয়।
পরে অটো চালককের স্ত্রী জখমী অবস্থায় তার স্বামীকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে চিকিৎসা প্রদান করে।


































