নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২১ জানুয়ারি ২০২৬

গোগনগরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৮, ২১ জানুয়ারি ২০২৬

গোগনগরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি প্লাস্টিকের দ্রব্য প্রস্তুতকারী কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের টানা চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ বাড়িরটেক এলাকায় ‘প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড’ কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া স্টেশনের তিনটি, হাজীগঞ্জের দুটি ও ফতুল্লার দুটিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তাদের প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কারখানাটিতে পলিব্যাগ, হ্যাংগার, স্কচটেপসহ বিভিন্ন প্লাস্টিকজাত দ্রব্য প্রস্তুত করা হতো।

ভেতরে প্লাস্টিকের কাঁচামাল ও দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শর্টসার্কিট থেকে আগুনের লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাকিটা তদন্তের পর জানা যাবে।

সম্পর্কিত বিষয়: