নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১১ জুলাই ২০২৫

ফতুল্লায় রেল লাইনের চোরাই পাতসহ সোর্স পান্না আটক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০২১

ফতুল্লায় রেল লাইনের চোরাই পাতসহ সোর্স পান্না আটক

ফতুল্লায় রেল লাইনের পাত চুরি করে পালিয়ে যাবার সময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কথিত সোর্স পান্না (৩৫) কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোর্স পান্না ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর এলাকার মৃত ফজলের পুত্র বলে জানা যায়।


শনিবার (২৫ সেপ্টেম্বর)  রাত সাতটার দিকে একটি সুইচ গিয়ার ও রেল লাইনের   চারটি লোহার চোরাই পাত সহ সোর্স পান্না কে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়বাসী।


জানা যায়, শনিবার রাতে সোর্স পান্না রেলাইন তৈরির কাজে ব্যবহৃত লোহার চারটি পাত চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিলো। এ সময় বিষয়টি দেখে ফেলে


এমআরএম ফোর্স কোম্পানি লিমিটেডের দুই নিরাপত্তারক্ষী দেখে ফেলে সোর্স পান্নাকে ধাওয়া করে। পান্না দৌড়ে পালিয়ে যাবার করলে স্থানীয়বাসীর সহায়তায়  চুরি করা চারটি লোহার পাত ও একটি অত্যাধুনিক সুইচ গিয়ার  সহ সোর্স পান্না কে আটক করতে সক্ষম হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।


এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, সোর্স পান্নার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে রোববার আদালতে পাঠানো হয়েছে।