আওয়ামীলীগের রাজনীতির মতাদর্শে অনুপ্রানীত হয়ে আ’লীগে যোগদান করেছেন বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আলহাজ¦ শাহেনশাহ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি এমপি একেএম সেলিম ওসমানের উপস্থিতিতে উপজেলা আওযামলিীগ সভাপতি এম.এ রশীদ ও সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধানের হাতে ফুলের তুড়া দিয়ে তিনি আ’লীগে যোগদান করেন।
এ সময় তিনি এক প্রতিক্রিয়ায় জানান,আমি বাংলাদেশ ন্যাশনাল পার্টি তথা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম। বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। দলীয় সাংগঠনিক কাজ করতে গিয়ে অনেক জেলও খেটেছি। কিন্তু দলের কাছে আমি কিছুই পাইনি।
তাই সব ভুলে আমি আ’লীগের রাজনীতির মতাদর্শে অনুপ্রানিত হয়ে আ’লীগ করব। মানুষের সেবা করার জন্য আমি ২০নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করব। আমার জন্য দোয়া করবেন।


































