নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৯ অক্টোবর ২০২৪

তৃতীয় দফায় গাজী টায়ার কারখানায় জ¦লে উঠা আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৪২, ৬ সেপ্টেম্বর ২০২৪

তৃতীয় দফায় গাজী টায়ার কারখানায় জ¦লে উঠা আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানায় তৃতীয় দফায় জ্বলে উঠা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ৫০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তারাবো পৌরসভার রুপসি এলাকার গাজী টায়ার কারখানায় তৃতীয় দফায় আগুন  জ¦লে উঠে।  

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেধ বিন খালিদ। 

কারখানার সিকিউরিটি গার্ড ও ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানা যায়, প্রায় অর্ধ শতাধিক দুর্বৃত্ত জোরপূর্বক প্রবেশ করে লোহার বিভিন্ন  যন্ত্রাংশ লুট করতে থাকে।  এক পর্যায়ে সাড়ে  ৬টার দিকে কারখানার অভ্যন্তরে  ওয়েস্টেজ  গোডাউনে আগুন জ¦লে উঠে।  এতে মুহূর্তেই  আগুন  ওয়েস্টেজের পুরো গোডাউনের ছড়িয়ে পড়ে। 

সিকিউরিটি  গার্ড হাফিজুর রহমান বলেন,  শুক্রবার বিকেলে  কারখানার কাঁটাতারের বেড়া  কেটে  প্রায় অর্ধশতাধিক  দুর্বৃত্ত  ভেতরে প্রবেশ করে লোহার  বিভিন্ন যন্ত্রপাতি লুটতরাজ করতে থাকে।  একপর্যায়ে  ওয়েস্টিজ গোডাউনে আগুন জ¦লে উঠে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের  ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ কে জানান, খবর পেয়ে ৬টা  ৪৮ মিনিটে গাজী টায়ার  কারখানার  ওয়েস্টিজ গোডাউনে আগুন  নিয়ন্ত্রণে কাঁচপুর ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে  ৫০ মিনিটের  প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকান্ড কিভাবে হয়েছে এটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোন হতাহতের  ঘটনা ঘটেনি। তদন্তের পর  ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে ।

এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর প্রথম দফা লুটপাট ও আগুন লাগানো হয় এ কারখানায়। এরপর ২৫ আগস্ট সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তারের পর দ্বিতীয় দফা লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর আজ তৃতীয় দফা লুটপাটের সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।