নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ জানুয়ারি ২০২৬

রূপগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ ভাই গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২৫, ৯ জানুয়ারি ২০২৬

রূপগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ ভাই গ্রেপ্তার

রূপগঞ্জে র‌্যাব-১১-এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো. নিঘুম (৩০) ও মো. ইমন (২৮)।  তারা পরষ্পর সহোদর। এ সময় তাদের হেফাজত থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ থানাধীন ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা ওই এলাকার আনোয়ার আলীর ছেলে।

র‌্যাব-১১ স্কোয়াড কমান্ডার শামসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেপ্তার করেছি।

গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে ।