নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৯৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা (তালিকা)

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০৪, ১৫ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৯৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা (তালিকা)

সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে মো. আল-আমিন (৩৬) নামের এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে প্রধান করে ৯৫ জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে। মামলায় আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নিজেই।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে, শামীম ওসমানপুত্র একেএম অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), নারায়ণগঞ্জ মহানগর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি (৫৫), নাসিক ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর উদ্দিন মিয়া (৫৫), ৩ নং ওয়ার্ডের শাহজালাল বাদল (৪২) সহ আ:লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

মামলার এজাহারে তুলে ধরা হয়েছে, গত ৩ আগস্ট রাত সাড়ে ৮ টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডস্থ মিতালি মার্কেটের সামনে ছাত্র- জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভুক্তভোগীসহ জুলুম বিরোধীদের উপর অতর্কিত হামলা চালায় এই মামলার আসামিরা। 

ওইসময় জনতাকে উদ্দেশ্য করে নির্বিচারে গুলিবর্ষণ ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলার একপর্যায়ে আল-আমিনের ডান হাতে লোহার রডের বারি লেগে হাড় ভেঙ্গে গুরুতর আহত হয়ে যান। পরবর্তীতে আহতাবস্থায় ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তি তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যান।

আসামিদের তালিকা :

১। এ.কে.এম শামিম ওসমান (৬৪), পিতা-মৃত এ.কে.এম শামসুদ্দোহা, সাং- ৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চায্যড়া, থানা-নাঃগঞ্জ সদর, নারায়ণগঞ্জ। 

২। মতিউর রহমান মতি (৫৫), পিতা- মৃত বাদশা মিয়া, সাং-আইলপাড়া

৩। আজমেরি ওসমান (৪৫), পিতা-মৃত নাসিম ওসমান, সাং- ৬৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, 

৪। শাহ নিজাম (৫৬), পিতা-শাহ নুর উদ্দিন সাং- চাষাড়া খানা-নাঃ গঞ্জ সদর, 

৫। অয়ন ওসমান (৩৭), লিভা-এ.কে.এম শামিম ওসমান, সাং-৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া

৬। কামরুল (৩৪) পিতা-আবুল হোসেন সাং-মিজমিজি মাদ্রাসা রোড, 

৭। যাছেন (৩৪) পিতা-রবিউল সাং-সাহেবপাড়া,

৮। আসলাম (৩১) পিতা-মন্টু সাং- সাহেবপাড়া, 

৯। বাদল (৪৮) পিতা-অজ্ঞাত সাং-মিজমিজি কান্দাপাড়া, 

১০। আবদুল করিম (৪৫) পিতা-মৃত আব্দুল আউয়াল মিয়া সাং-জালকুড়ি উত্তরপাড়া, 

১১। মোঃ আমিনুল ইসলাম (৪৫) পিতামৃত-আবুল হোসেন সাং-মিজমিজি মাদ্রাসা রোড, 

১২। আমির হোসেন (৪৮) পিতা-মৃত আলী মিয়া বেপারী সাং-মিজমিজি সাহেবপাড়া, 

১৩। সারফিন মাসুম (৩৮) পিতা-আলী মিয়া সাং-নিজমিজি চৌধুরীপাড়া, 

১৪। মোঃ ইমরান (৩৫) পিতা-আঃ মোতালিব মিয়া সাং-মিজমিজি পশ্চিমপাড়া, 

১৫। মোঃ মানিক (৩৫) পিতা-আবু তাহের সাং-মিজমিজি,

 ১৬। মোঃ আপেল (৩৮) পিতা-মৃত ইঞ্জিঃ মালেক ভূইয়া সাং-কান্দাপাড়া, 

১৭। মোঃ মানিক (৩৪) পিতা- অজ্ঞাত সাং-মিজমিজি মৌচাক সাবান পঁচা সাবান ফ্যাক্টারী সংল্যা, 

১৮। আঃ হাকিম (৪৫) পিতামৃত-আসমত সাং-মিজমিজি = চৌধুরীপাড়া, 

১৯। জাহাজীর পাটুয়ায়ী (৫৫) পিতামৃত-আঃ লতিফ পাটোয়ারী সাং-মিজমিজি মাদ্রাসা রোড, 

২০। মোঃ আলামিন (৩৮) পিতা-ইয়ানুছ আলী সাং-মিজমিজি পশ্চিমপাড়া ঈদগাহ রোড, 

২১। মোঃ ইমরান মিয়া (৪৮) পিতা-মোতালেব মিয়া সাং-মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ী, 

২২। মোঃ আবুল ফালাম (৪০) পিতা-মৃত হাজী সাহাবুদ্দিন সাং-মিজমিজি মাদ্রাসা রোড,

২৩। মোঃ জাহাজীর ১৯(৩৮) কালামের অগ্নিপতি পিতা-অজ্ঞাত সাং-মিজমিজি হাজেরা মার্কেট বরিশাইল্যার বাড়ী,

২৪। মোঃ মহিউদ্দিন (৪৮) পিতা-মৃত কাদির মোল্লা সাং-সানারপাড়,

২৫। ছিফাত (৩০) পিতামৃত-কাদের মোল্লা সাং-সানারপাড়, 

২৬। ঈমাম হোসেন (৫৫) পিতা-অজ্ঞাত সাং-মিজমিজি সাহেবপাড়া, 

২৭। মীর হোসেন (৪৮) পিতা-অজ্ঞাত সাং-মিজমিজি সাহেবপাড়া, 

২৮। আবুল হাসেম ওরফে গরু ২৫ হাসেম (৫২) পিতা-অজ্ঞাত সাং-মিজমিজি পশ্চিম সাহেবপাড়া, 

২৯। সুজন (৪২) পিতা-আব্দুল বারি সাং-মিজমিজি দক্ষিন সাহেবপাড়া

 ৩০। আবুল কাসেম (৫৫) পিতা-মৃত আহসান আলী সাং-মিজমিজি মাদ্রাসা রোড হাজেরা মার্কেট, 

৩১। মাওলানা ওবায়দুল হক (৫৫) পিতা-অজ্ঞাত সাং-মিজমিজি পশ্চিমপাড়া সমতা গার্ডেন রোড, 

৩২। নূর আলম (৪৮) পিতা-অজ্ঞাত সাং-মিজমিজি কান্দাপাড়া, 

৩৩। - হানিফ মিয়া (৪৫) পিতা-বাদশা মিয়া সাং-মিজমিজি কান্দাপাড়া, 

৩৪। আনোয়ার হোসেন (৪০) পিতামৃত-হবুল্লা সাং-মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ী, 

৩৫। শুকুর আলী (৪২) পিতা-সাহেব আলী সাং-মিজমিজি মাইজপাড়া, 

৩৬। সাইফুল ওরফে চানাচুর সাইফুল (৪৫) পিতা-অজ্ঞাত সাং-মিজমিজি কান্দাপাড়া, 

৩৭। ঈমান আলী (৪৮) পিতামৃত-এছাক আলী সাং-মিজমিজি মাইজপাড়া, 

৩৮। সিরাজ ওরফে কানা সিরাজ (৪৮) পিতা-অজ্ঞাত সাং-মিজমিজি সাহেবপাড়া, 

৩৯। জাহাঙ্গীর (৪৫) পিতা-আব্দুল খালেক সাং-মিজমিজি মাইজপাড়া পুকুরপাড়া,

৪০। মিন্টু ওরফে পাঠা মিন্টু (৪৫) পিতা-অজ্ঞাত সাং-মিজমিজি আব্দুল আলীর পুল, 

৪১। আমির হোসেন (৪৮) পিতা-অজ্ঞাত সাং-মিজমিজি চৌধুরীপাড়া কোম্পানীর দোকান,

৪২। স্বপন (৪০) পিতা-অজ্ঞাত সাং-মিজমিজি দক্ষিণপাড়া, 

৪৩। মুন্না (৩৫) পিতা-অজ্ঞাত সাং-মিজমিজি দক্ষিনপাড়া, 

৪৪। মোঃ নুর আলম (৪৮) পিতা-অজ্ঞাত, সাং-মিজমিজি কান্দাপাড়া, 

৪৫। ছানাউল্লাহ ছানি (৪৫) পিতা-ইদ্রিস আলী সাং-মিজমিজি দক্ষিনপাড়া, 

৪৬। ফিরোজ মিয়া (৪৮) পিতা-অজ্ঞাত সাং-মিজমিজি দক্ষিণপাড়া, 

৪৭। আবদুল মতিন ওরফে পাগলা মতিন (৪৮) পিতা-দবু মোহাম্মদ সাং-মিজমিজি দক্ষিণপাড়া,

৪৮। মাইন উদ্দিন (৩২) পিতা-আক্তার হোসেন সাং-মিজমিজি চৌধুরীপাড়া, 

৪৯। মোঃ ফরিদ মিয়া (৫৫) পিতা-মৃত আব্দুল আউয়াল মিয়া সাং-জালকুড়ি, 

৫০। মোঃ আল আমিন (২৫) পিতা-দেলোয়ার হোসেন সাং-মিজমিজি কান্দাপাড়া, 

৫১। আরিফ (৫০) পিতামৃত-জব্বর মিয়া সাং- মিজমিজি কান্দাপাড়া, সর্বথানা-সিদ্ধিরগঞ্জ, 

৫২। শাহাবুদ্দিন (৪৪) পিডা-আকবর সাং-নিতাইপুর থানা-ফতুল্লা, 

৫৩। শাওন (২৩) পিতা-শাহাবুদ্দিন সাং-নিভাইপুর থানা-ফতুল্লা, 

৫৪। মোঃ জসিম হোসেন (৩০) যুবলীগ নেতা পিতা-অজ্ঞাত সাং-কালাপাহাড়িয়া থানা- আড়াইহাজার, 

৫৫। জাকির হোসেন (৩৪) যুবলীগ নেতা, পিতা-রব মিয়া সাং-ঝাউকান্দি কালাপাহাড়িয়া খানা-আড়াইহাজার,

 ৫৬। সাদ্দাম (৩৮) পিতা-রওশন সাং-মুনলাইট এর পিছনে,

 ৫৭। আলাউদ্দিন (৪৫) পিতামৃত-আব্দুল জলিল সাং-আটি ওয়াবদা,

 ৫৮। মোঃ ইসমাইল (২৯) পিতা-মোঃ আলফাজ উদ্দিন সাং-সিদ্ধিরগঞ্জ হাউজিং, 

৫৯। আক্তার হোসেন (৪২) পিতা-মৃত ইদ্রিস আলী সাং- সুমিলপাড়া, সর্বথানা-সিদ্ধিরগঞ্জ, 

৬০। কাজী আসিফ (৩২) পিতা-কাজী মালেক সাং-জামতলা থানা-ফতুল্লা জেলা-নারায়ণগঞ্জ 

৬১। আলাউদ্দিন (৩৪) পিতা-রব সেক্রেটারী সাং-সুমিলপাড়া,

 ৬২। লিটন (৪৩) পিতা-রব সেক্রেটারী সাং-সুমিণপাড়া, 

৬৩। আল আমিন (৩০) পিতা-আজমত আলী সাং-কুড়িবাড়ী, থানা-মধুপুর টাঙ্গাইল, বর্তমানে সাং-আইলপাড়া পানি আক্তারের বাড়ী,

৬৪। পানি আক্তার (৩৮), পিতা- আবদুল করিম, সাং-সুমিলপাড়া আইলপাড়া, 

৬৫। রুহুল আমিন (৪৬) পিতা-মৃত আতাউর রহমান, সাং- এস ও মন্ডল পাড়া, 

৬৬। মোহাম্মদ আলী (৩৮) পিতা-মতিন সাং-সুমিলপাড়া আইলপাড়া, 

৬৭। ভাগিনা মামুন (৪০), পিতা- আতাউর রহমান মাষ্টার, সাং-আইলপাড়া, সুমিলপাড়া, 

৬৮। হাজী ইয়াছিন (৬২), পিতা-মৃত ফুলফত আলী, সাং-মিজমিজি পশ্চিম পাড়া, 

৬৯। নুরউদ্দিন মিয়া (৫৫), 

৭০। দুরুজ্জামান জজ মিয়া (৫৮), 

৭১। নুরসালাম (৬৫),

৭২। নূরুল হক (৫৩), সর্বপিতা-মৃত বদরউদ্দিন, সাং-টেকপাড়া শিমরাইল, 

৭৩। শাহজালাল বাদন (৪২), পিতা- নুর সালাম উভয় সাং-টেক পাড়া, শিমরাইল, চিটাগাংরোড,

 ৭৪। শরিফ (৩২) পিতা-হুমায়ুন সাং-সুমিলপাড়া আইলপাড়া, 

৭৫। হাবিবুল্লাহ হবুল (৫০), পিতা-আহসান উল্লাহ, সাং- ওয়াবদা কলোনী,

৭৬। মাহবুবুর রহমান (৪৯), পিতা- বাদশা মিয়া, সাং- আইলপাড়া, 

৭৭। আশরাফ (৪৮), পিতা-বাচ্চু মিয়া, সাং-এস ও রোড,

 ৭৮। বরিশাইল্যা মজিবর (৫৮) পিতা-সরুপ আলী খান, সাং-কদমতলী প্রধান মসজিদ, 

৭৯। সালাউদ্দিন সানি (৪২), পিতা- মৃত সামসুল হক, সাং- গোদনাইল নয়াপাড়া, সাং- কদমতলী,

৮০। আমির হোসাইন ভান্ডারী (৬০), পিতা- মাইনউদ্দিন, সাং- আটি ওয়াবদা কলোনী 

৮১। ফেরদৌস আলম (৫২) এইচ আর, পিতা-অজ্ঞাত সাং-আদমজীনগর,

 ৮২। দেলোয়ার হোসেন দেলু (৫০), পিতা- সিদ্দিক মিয়া, সাং- টেকপাড়া, শিমরাইল,

 ৮৩। মিজানুর রহমান মিলন (৩৯) পিতা-নিজাম উদ্দিন সাং- সুমিলপাড়া আইলপাড়া, 

৮৪। মানিক মাষ্টার (৪৮), পিতা- মাইন উদ্দিন সাং-সুমিলপাড়া আইলপাড়া 

৮৫। মোঃ ইউসুফ আলী মাসুদ (৪১), পিতা-ইয়াকুব মিয়া, সাং-বার্মাস্ট্যান্ড, গোদনাইল,

৮৬। আল আমিন (৩৮) পিতা-অকিল উদ্দিন সাং-কদমতলী 

৮৭। শামীম জমিদার (৫৫) পিতামৃত-আজিজ জমিদার, সাং-সোনামিয়া মার্কেট, সর্বথানা-সিদ্ধিরগঞ্জ, 

৮৮। মোঃ মহসিন (৩৫) পিতা-আবুল কালাম সাং-ইস্পাহানি, 

৮৯। ফিরোজ (৫০) পিতা-কাবিল মিয়া সাং-চাপাতলি ইস্পাহানি উভয় থানা-বন্দর

 ৯০। বিল্লাল হোসেন (৩০) পিতা- মজিবর রহমান সাং-সুমিলপাড়া ৬নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ 

৯১। সোহেল (৪০) পিতা-রওশন সাং-মুনলাইট এর পিছনে, থানা- সিদ্ধিরগঞ্জ, 

৯২। সালাম মোল্লা (৪৮) পিতা-মৃত আব্দুল জলিল সাং-আটি ওয়াবদা কলোনী, 

৯৩। ইয়াছিন আরাফাত রাসেল (৩৫), পিতা- আব্দুল মোতালেব, সাং-মিজমিজি পশ্চিম পাড়া,

 ৯৪। মাসুম (৪২) পিতা-কমর আলী সাং-সাহেবপাড়া, 

৯৫। জামান মিয়া (৩৯) পিতা-আঃ মান্নান সাং-সাহেবপাড়া সর্বথানা-সিদ্ধিরগঞ্জ সর্বজেলা-নারায়ণগঞ্জ