
সোনারগাঁ দক্ষিণ জামায়াতে ইসলামীর আয়োজনে এক কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার(২৩) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে অর্থসহ আল কোরআন তেলাওয়াত করেন সোনারগাঁ উপজেলা জামাতে ইসলামীর আলেম ওলামা বিভাগের প্রধান মাওলানা ফেরদাউস হোসাইন।
এ কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূ'রা সদস্য ও ইসলামি এডুকেশন সোসাইটির পরিচালক ও নারায়ণগঞ্জ-০৩, সোনারগাঁ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড.মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলা জামায়াতের তদারককারী মাওলানা আশরাফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, ইসলাম হলো আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। সঠিক ও সত্যের আল্লাহর পছন্দের একমাত্র পথ হলো ইসলাম। একজন যোগ্য কর্মীর কাজ হলো ৫টি।
এই পাঁচটি কাজ একজন কর্মীর নিয়মিত করতে হয়। দাওয়াতী কাজ করা মাসিক এয়ানত দেওয়া, ব্যক্তিগত রিপোর্ট রাখা, সামাজিক কাজ করা এবং নিয়মিত বৈঠকে বসা।
তিনি আরো বলেন, তার কথার চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে যিনি আল্লাহর পথে, রাসূলের পথে মানুষকে হিকমতের সহিত ডাকে। জামায়াতের একজন কর্মীর জীবনে হযরত মোহাম্মদ (স:) জীবনের সকল আদর্শকে নিজের জীবনে পরিপূর্ণ ভাবে পালন করতে হবে।
আরও বক্তব্য রাখেন, বন্দর উপজেলা জামাতে ইসলামীর আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, সোনারগাঁ উপজেলা জামাতে ইসলামীর আমির মাহবুবুর রহমান, সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা।
এ সময় পিরোজপুর, শম্ভপুরা, মোগরাপাড়া, বৈদ্যের বাজার, পৌরসভা ও সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামের প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।