
বন্দর থানা যুবলীগের সাধারন সম্পাদক খন্দকার হাতেম হোসাইন (৫২) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২৩ মে) বেলা ১টায় ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মরহুম খন্দকার হাতেম হোসাইন বন্দর উপজেলার জাঙ্গাল এলাকার মৃত আব্দুর মজিদ খন্দকারের ছেলে।
সে দীর্ঘ দিন ধরে ডায়াবেটিক্স ও ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলেসহ বহু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রেখে গেছেন তিনি।
মরহুমের নামাজের জানাযা শুক্রবার বাদ এশা জাঙ্গাল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়।