
বন্দরে ১০০০ টাকায় বিক্রি হয়েছে দু’টি ডাব। শুক্রবার (২৩ মে) বন্দর থানা জামে মসজিদে জুমার নামাজের পর সরাসরি ডাকের মাধ্যমে ডাব দু’টি বিক্রি করা হয়। মসজিদে নামাজ আদায় করতে আসা এক মুসুল্লী ওপেন ডাকে অংশ নিয়ে ডাব দু’টি কিনে নেন।
মুসুল্লীরা জানান, বন্দর থানা কমপ্লেক্সে জামে মসজিদ সংলগ্ন গাছ থেকে শুক্রবার দু’টি ডাব পাড়া হয়। এরপর জুমার নামাজ শেষে মুসুল্লীদের উপস্থিতিতে ওপেন ডাক অনুষ্ঠিত হয়। মসজিদের ঈমাম ও খতিব ডাকের ব্যবস্থা করেন। আমিত হাসান নামে জনৈক মুসুল্লী ১০০০ টাকা সর্বোচ্চ দরদাতা হিসেবে ডাব দুটি কিনে নেন।
আমিত হাসান জানান, বাজারে ডাব দু’টির সর্বোচ্চ মূল্য ৩শ’ টাকা। কিন্তু তিনি মসজিদে সহযোগিতার জন্য ডাব দু’টি এক হাজার টাকায় কিনেন। এতে তিনি সওয়াবও পেতে পারেন বলে জানান।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, যতটুকু জানতে পেরেছি ডাব দু’টি বিক্রি করে মসজিদের ফান্ডে টাকা জমা করা হয়েছে । মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে এ টাকা।