
হাজার হাজার নেতাকর্মী নিয়ে এমপি শামীম ওসমানের জন সমাবেশে তাক লাগিয়ে দিয়েছেন নাসিক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামীলীগ নেতা আব্দুল করিম বাবু।
শনিবার বিকেলে প্রথমে শহরের আমিনা মঞ্জিল এলাকায় তরুন সমাজ সেবক এমআরকে রিয়েনের পরিচালনায় খন্ড খন্ড মিছিল নিয়ে জমায়েত করেন প্যানেল মেয়র বাবু।
মিছিলটিতে ডাক ঢুল ও রং বেরংয়ের ব্যানারে ফেস্টুনে নিয়ে নেতাকর্মীরা গনজমায়েত করেন। পরে মিছিলটি গোটা এলাকায় পরিপূর্ন হলে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ২ নং রেল গেইট এলাকায় এসে এমপি শামীম ওসমানের জন সমাবেশের জন স্রোতের অংশীদার হয়।