তফসিল বাতিল ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী নবম দফায় ৪৮ ঘন্টা সর্বাত্মক অবরোধের সমর্থনে নারায়নগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল।
সোমবার ( ৪ ডিসেম্বর) সকালে শহরের হাজীগঞ্জ নতুন সড়কে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, একতরফা তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।
এসময়ে এক পর্যায়ে মহানগর যুবদলের মিছিলের পুলিশ এসে ধাওয়া করলে যুবদলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য: গত বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রবিবার ও সোমবার ৩ ও ৪ ডিসেম্বর দেশব্যাপী ৮৪ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।