ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে শহরে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল চারটায় শহরের মিশন পাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও খুনীদের অবিলম্বে গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্লোগান দেয়।
বিক্ষোভ মিছিল শেষে ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেন, মোসাব্বির ভাইয়ের একটাই অপরাধ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী ছিল। তিনি বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।
আওয়ামী ফ্যাসিবাদের দোসরা আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক গুপ্ত হত্যা করেই চলেছে। তারা আমাদের ভাই সাহসী যোদ্ধা শরিফ হাদিকে হত্যা করেছে। এরপর আমাদের আরেক ভাই স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বিরকে হত্যা করেছে।
আমরা প্রতিটি হত্যাকান্ডের সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে খুঁজে বের করে তাদের শাস্তির মুখোমুখি করতে হবে। আমরা আমাদের আর কোন ভাইকে হারাতে চাই না। আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদেরকে সজাগ থাকতে হবে।
যেখানেই ফ্যাসিবাদের পাওয়া যাবে তাদেরকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী হাতে তুলে দিবেন। যাতে তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে তারা কোন প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, যুগ্ম আহ্বায়ক সাহেব উল্লাহ রোমান, নজরুল ইসলাম, শাহিন আহমেদ, আক্তার হোসেন, দুলাল হোসেন, শাকিল আহমেদ, রাইয়ান হক, সদস্য মানিক মন্ডল, বোরহান ঢালি, আনিসুর রহমান বাবু, রোমান হোসাইন,নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম হারুন, সদস্য সচিব মাহবুবুর রহমান জুলহাস, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য ও রেদোয়ান আহমেদ পাপ্পু, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. রাসেল মাহমুদ, সদস্য সচিব মোশাররফ হোসেন মশু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান, সদস্য সচিব সোহেল প্রধানসহ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির। এ ঘটনায় বৃহস্পতিবার তেজগাঁও থানায় অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন তার স্ত্রী সুরাইয়া আক্তার।


































