নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা ট্রাভেলস্ লিঃ নারায়ণগঞ্জ থেকে ১২৬ জন হজ্জযাত্রী নিয়ে শনিবার (১৮ জুন) সকাল ৭টায় সৌদী আরব মক্কার উদ্দেশ্য যাত্রা করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সন্ধ্যা ৬টায় সৌদী এয়ার লাইসেন্সে মক্কায় রওনা হয়েছেন হজ্জযাত্রীরা। শীতলক্ষ্যা ট্রাভেলস লিঃ এর মাধ্যমে এবার লিড এজেন্সী হিসাবে ১২৬ জন হজ্জযাত্রী এ বছর পবিত্র হজ্জ পালন করবেন। হজ্জযাত্রীরা দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।


































