
নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭ টায় হাজারো মুসল্লীর অংশগ্রহনে এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে অংশ গ্রহনকারী মুসুল্লিদের ঢল একপাশে জামতলা পর্যন্ত সড়কে, আরেক পাশে মাদ্রাসা পর্যন্ত চলে আসে। ঈদের জামাতে অংশ নিতে ভোর ৬ টা থেকে মুসুল্লিরা ঈদগাহে আসতে থাকেন।
এদিকে ঈদের নামাজ শুরুর আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ বলেন, যেহেতু এটা ত্যাগের ঈদ কোরবানি আমরা সবার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হতে চেষ্টা করবো। সবাইকে ঈদ মোবারক।
নামাজ শেষে মুসুল্লিরা একে অন্যের সঙ্গে মুসাফা ও আলিঙ্গন করে ঈদের আনন্দ ভাগ করে নেন ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও প্রধান জামাতের পর মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সাড়ে ৮টায় ঈদুল আজহার দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, এবার ঈদুল আজহায় নারায়ণগঞ্জ জেলায় ৪১০০ মসজিদ এবং ২০টির মতো ঈদগাহে প্রায় ৫ হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মসজিদ ও ঈদগাহে হয়েছে একাধিক ঈদ জামাত। জেলার সব মসজিদ ও ঈদগাহে সাড়ে ৮টার মধ্যেই ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হয়েছে।