নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১০ নভেম্বর ২০২৫

না’গঞ্জে অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৭, ১০ নভেম্বর ২০২৫

না’গঞ্জে অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার

নারায়ণগঞ্জে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সাধারণ জনগণের সহযোগিতা চেয়ে বিশেষ আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

যে কেউ এসব অস্ত্র বা গোলাবারুদের প্রকৃত অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দিলে তাকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক ঘোষণার মাধ্যমে বিষয়টি জানানো হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য পুরস্কারের একটি নির্দিষ্ট হার নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে প্রতি গুলি উদ্ধারে ৫০০ টাকা, পিস্তল বা শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা, রাইফেল উদ্ধারে ১ লাখ টাকা, এসএমজি উদ্ধারে দেড় লাখ টাকা এবং এলএমজি উদ্ধারে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

তিনি বলেন, “আমরা চাই জনগণ এগিয়ে আসুক। যেকোনো তথ্যদাতা নিরাপদ থাকবেন, তাদের পরিচয় কঠোর গোপনীয়তায় রাখা হবে। কেউ চাইলে নিজ থানায় বা জেলা পুলিশের নির্ধারিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।”

জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে লুণ্ঠিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা।

সংশ্লিষ্ট থানাগুলোতে যোগাযোগের পাশাপাশি নিরাপদভাবে তথ্য প্রদানের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোপনীয় চ্যানেলও সক্রিয় রাখা হয়েছে।
 

সম্পর্কিত বিষয়: