নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪

শেখ রাসেল দিবস উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০১, ৩০ অক্টোবর ২০২৩

শেখ রাসেল দিবস উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩ -২০২৪ এর আওতায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বন্দর উপজেলায় বালক/বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৩০ অক্টোবর ) দুপুরে বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বন্দর উপজেলা শিক্ষা বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন।

ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম খান,
বিশেষ অতিথি কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, বন্দর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  সিরাজ উদ্দিন আহমেদ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মামুন খান, বন্দর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হুছাইনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। 

 

সম্পর্কিত বিষয়: