নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৭ ডিসেম্বর ২০২৫

নির্বাচন করা না করা যার যার ব্যক্তিগত, নিরাপত্তা  নিয়ে কোনো শংকা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩৭, ১৭ ডিসেম্বর ২০২৫

নির্বাচন করা না করা যার যার ব্যক্তিগত, নিরাপত্তা  নিয়ে কোনো শংকা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএর প্রধান কার্যালয়ে পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে আরো নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করারও আহ্বান জানান।

সম্প্রতি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কে নির্বাচন করবে আর কে নির্বাচন করবে না সে কি জন্য করবে না কেন করবে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার।

এটা নিয়ে আমাদের বলার মতো কিছু নাই। কোনো প্রার্থী যদি নিরাপত্তার অজুহাতে নির্বাচন থেকে সরে দাঁড়ান, তবে সেটি একান্তই তাঁর ব্যক্তিগত মতামত। নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই। 

নিরাপত্তার কথা বলে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনিই আসলে বলতে পারবেন তিনি কী ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে আমি নিশ্চিত করছি, সার্বিকভাবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই। তিনি নির্বাচন কেন করবেন না এটা সাংবাদিকরা অনুসন্ধান করলে বেরিয়ে আসবে।
এখানে সাংবাদিক ও ব্যবসায়ীসহ সবাই উপস্থিত আছেন। কেউ যদি ব্যক্তিগতভাবে নিজেকে অনিরাপদ মনে করেন, তবে সেটি তাঁর নিজস্ব বিষয় হতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। 

এ সময় তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন. ওসমান হাদির একজন জুলাই যোদ্ধা, দেশের জন্য তার অবদান অতুলনীয়। 

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা সাধারণ বিষয়। ঢাকাও তাদেরকে তলব করে। 

এর আগে বিকেএমইএ’র পক্ষ হতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশকে ৬টি পুলিশ ভ্যান উপহার হিসেবে উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের তৈরী পোশাক শিল্প বিশেষ করে নীটওয়্যার খাত আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই খাতের টেকসই উন্নয়নের জন্য নিরাপদ শিল্পাঞ্চল স্থিতিশীল আইন-শৃঙ্খলা এবং প্রশাসনের সঙ্গে শীল্প মালিকদের সহযোগিতা অত্যন্ত জরুরী। বিকেএমইএ সেই সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই ভ্যান উপহারের মাধ্যমে। আমি বিশ্বাস করি এ ধরনের অংশীদারিত্ব দেশকে আরও এগিয়ে সহায়ক করবে।

বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিক নেতাদের সৌহাদ্যপূর্ণ অবস্থানের কারণে বিগত দিনে আমরা নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ নিরসন করতে সক্ষম হয়েছি। বিগত দিনে আমরা একটা টিমের মতো কাজ করেছি। আমরা যেমন শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করেছি তেমনি মালিকের স্বার্থও সংরক্ষণ করেছি। সকলের সমন্বিত প্রচেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে।
বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বক্স চৌধুরী, শিল্প পুলিশ প্রধান ও অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি, বিকেএমইএ’র সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল সহ আরো অনেকে। 
 

সম্পর্কিত বিষয়: