নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৮ ডিসেম্বর ২০২৫

ভালো সেন্ট্রাল’র উদ্যোগে খাবার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৫, ২৮ ডিসেম্বর ২০২৫

ভালো সেন্ট্রাল’র উদ্যোগে খাবার বিতরণ

নগরীর নিতাইগঞ্জে গরীব, অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ভালো সেন্ট্রাল। প্রতিনিয়ত শ্রমজীবী মানুষের জীবিকা, জীবনযাপন ও মৌলিক চাহিদার সংকট লাঘবে কাজ করে আসা এই সংস্থাটি নিতাইগঞ্জ এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার এবং শিশুদের মাঝে খেলনা বিতরণ করেছে। শুক্রবার দুপুরে এ খাবার বিতরণ করা হয়। এসময় শিশুদের নিয়ে কেক কাটা হয়।

উক্ত কার্যক্রমে স্বশরীরে উপস্থিত ছিলেন ভালো সেন্ট্রালের স্বত্বাধিকারী শাহারিয়ার রহমান। তিনি নিজ হাতে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেন এবং শিশুদের হাতে খেলনা তুলে দেন। এতে উপস্থিত ছিলেন তার স্ত্রী-সন্তানসহ সংস্থাটির বাংলাদেশ শাখার মুখপাত্র তাজুল ইসলাম রাজিব, সাইট অপারেশন ম্যানেজার মোখলেছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

ভালো সেন্ট্রালের কর্মকর্তারা জানান, সংস্থাটি সপ্তাহে তিন দিন নিয়মিতভাবে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে আসছে। প্রতি আয়োজনে গড়ে ৭০০ জন মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। ফলে এক সপ্তাহে প্রায় ২,১০০ জন শ্রমজীবী ও দরিদ্র মানুষের হাতে খাবার সহায়তা পৌঁছে যায়। নিয়মিত এই কার্যক্রম শ্রমজীবী মানুষের দৈনন্দিন সংকট মোকাবিলায় আশার আলো হয়ে দাঁড়িয়েছে।

ভালো সেন্ট্রালের মানবিক কাজ শুধু খাবার বা সামগ্রী বিতরণের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশের যেকোনো স্থানে প্রাকৃতিক দুর্যোগ, মানবিক বিপর্যয় বা সামাজিক সংকট দেখা দিলে সংস্থাটি দ্রুত উদ্যোগ নিয়ে সহায়তা পাঠায়। সিলেটের ভয়াবহ বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি গৃহহীনদের ঘর নির্মাণে সহায়তা করে দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। এতে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করে তারা।

দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও মানবিক সহযোগিতা চালিয়ে যাচ্ছে ভালো সেন্ট্রাল। যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের মাঝে খাবার বিতরণ, ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা ও প্রয়োজনীয় দ্রব্য পাঠানো, আফ্রিকার বিভিন্ন দেশে বিশুদ্ধ পানির জন্য ডিপ টিউবওয়েল স্থাপন করে বৈশ্বিক মানবিক সহযাত্রী হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করছে ভালো সেন্ট্রাল।

ভালো সেন্ট্রালের এমন উদ্যোগ নগরীর বৃহত্তর সামাজিক উন্নয়ন, মানবিক সহযোগিতা ও মানবতার কল্যাণে এক নতুন উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় মানুষ আশা প্রকাশ করেছেন, এই সহায়তা অব্যাহত থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আরও দ্রুত দৃশ্যমান হবে।

সম্পর্কিত বিষয়: