নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত তবলা প্রশিক্ষক তিলক চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় একাডেমির সেমিনার কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি’র কালচারাল অফিসার শারমীন জাহানের সভাপতিত্বে ও অভিনয় প্রশিক্ষক আবু হানিফা মাসুমের সঞ্চালনায় স্মরণসভায় অংশ নেন একাডেমি’র সংগীত প্রশিক্ষক উত্তম কুমার সাহা, নূরে আলম মামুন, কেন্দ্রীয় নাট্য সংস্থার সাধারণ সম্পাদক সামসুল হক রোমান,সংশপ্তক নাট্য দলের কর্ণধার মো. সানাউল্লাহ হক, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির’র সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, কন্ঠশিল্পী নূরুল হক মান্নাহ, নাজমা সুলতানা, সীমা সিদ্দিকী, আমজাদ হাসান, হাসান ইমাম, উম্মেষ সাংস্কৃতিক গোষ্ঠীর কর্ণধার প্রদীপ ঘোষ বাবু, সৃষ্টি গ্রুপ থিয়েটারের কর্ণধার এম আর হায়দার রানা, যাদুশিল্পী কবির প্রধান, উপস্থাপক একেএম এনামুল হক খান, অভিনেতা মুরাদ হোসেন, শিক্ষার্থী অহনা মজুমদার, ফারহানা মাইয়ান দিঘী, লিটন চন্দ্র শীল প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, তিলক চৌধুরী একজন ভাল মানুষ ছিলেন এটা তার বড় পরিচয়। তার মৃত্যুতে নারাণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন একজন গুণী শিল্পীকে হারালো। আমরা তার বিদেহী আত্নার শান্তি কামনা করছি।


































