নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৭ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে ‎কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৭, ১৭ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে ‎কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় রওশন আরা কলেজের এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। 

কলেজের ‎অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং ‎কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মো. মোহসীন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রওশন আরা বেগম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আহসানুল কবীর, কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিদ্ধিরগঞ্জ  বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মো. মজিবুর রহমান, দৈনিক যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতি শিপলু, জামায়াতের সিদ্ধিরগঞ্জ থানা (উত্তর) আমীর গোলাম মোস্তফা সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য সুমন মুন্না, সভাপতি দেলোয়ার হোসেন, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আহসানুল কবীর, এন হোসেন মেরিট স্কুলের প্রধান শিক্ষক নুরুল আমীন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষা প্রতিষ্ঠটির উত্তরোত্তর সাফল্য কামনা করে শিক্ষার মানোন্নয়নে নানা পরামর্শ দেন।

তারা বলেন, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে বেশি বেশি মতবিনিময় করা প্রয়োজন। যা শিক্ষার্থীদের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

কলেজের গত ১০ বছরের পরীক্ষার ফলাফলের প্রসংশা করে বক্তারা আরও বলেন, সিদ্ধিরগঞ্জের আলোচিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি আরো মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু রাখবে। এবং কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে একদিন এই অঞ্চলের শিক্ষার্থীদের প্রথম চয়েজ থাকবে এই শিক্ষা প্রতিষ্ঠান।  

 শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নে গঠনমূলক নানা পরামর্শ প্রদান করেন বক্তারা। 

‎এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা এনপিপির সদস্য রাইসুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ ইমরান ও ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ রুবেল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।

সম্পর্কিত বিষয়: