২০৭১ শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করেছে রক ব্যান্ড ‘গন্তব্যহীন’। ২০১১ সালে নারায়ণগঞ্জের সন্তান অয়ন, মেহেদি, হিমুসহ সাইমুম ও অঙ্কুরের গঠিত এ ব্যান্ডের প্রথম অ্যালবাম বৃহস্পতিবার ( ২৬ জানুয়ারী) ব্যান্ডের ইউটিউব চ্যানেলসহ ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হয়েছে।
অ্যালবামের আট গানের মধ্যে ‘পথচলা’, ‘বৈধতার অসুখ’, ‘২০৭১’, ‘পরাজিত ভালোবাসা’ ও ‘নতুন গান’- এর ভিডিও চিত্র প্রকাশ হয়েছে।
ব্যান্ডের সদস্যরা জানান, ‘গন্তব্যহীন’ ব্যান্ডের পাঁচ সদস্যের মধ্য তিন সদস্যই নারায়ণগঞ্জের বাসিন্দা। এই নারায়ণগঞ্জ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। অ্যালবামের প্রতিটি গানের সাথে বাস্তবতার মিল রয়েছে। আশা করি প্রতিটি গান দর্শকদের হৃদয় ছুয়ে যাবে। তাই সকলকে অ্যালবামের প্রতিটি গান শুনার অনুরোধ জানানোর পাশাপাশি দোয়া প্রার্থণা করছি।
গন্তব্যহীন-এর ভোকাল, গিটার ও বাঁশি বাদক সাইমুম জানান, ‘২০৭১’ অ্যালবামের রেকর্ডিং শুরু হয় ২০১৫ সালে। গত নভেম্বরে (২০২২) মাসে শেষ হয়। তবে তারও আগে ২০১৯ সালে অ্যালবামের তিনটি গান ‘পথচলা’, ‘বৈধতার অসুখ’ এবং ‘বন্দিশালা’র মিউজিক ভিডিও প্রকাশ হয়।
‘গন্তব্যহীন’ বর্তমানে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কনসার্টে অংশ নিচ্ছে নিয়মিত।


































