
নারায়নগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের সংবর্ধনা দিয়েছে বিদ্যানিকেতন হাইস্কুলের শিক্ষক ও ট্রাস্ট সদস্যরা।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ, সদ্য সাবেক সভাপতি ও বিদ্যানিকেতন ট্রাস্ট সদস্য আরিফ আলম দীপু, নব নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য আফজাল হোসেন পন্টি, সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, নির্বাহী সদস্য ও বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী সদস্য প্রনব রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, মোয়াজ্জেম হোসেন সোহেল, হোসেন ব্যপারী ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।