
নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে প্রকাশিত দৈনিক অপরাধ রিপোর্টের স্টাফ রিপোর্টার এবং অনলাইন নিউজ পোর্টাল সিটি নিউজ ২৪ ডট নেটের বার্তা সম্পাদক সাংবাদিক জুয়েল রানার পিতা মো: মনির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে শহরের খানপুর ৩শ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৯ বছর। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও দুই কন্যা সন্তানসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার এ মৃত্যুর খবরটি নিশ্চিৎ করেছে তার সর্বকনিষ্ট পুত্রসন্তান সাংবাদিক জুয়েল রানা। তিনি বলেন, কিছুদিন যাবৎ তিনি নিউমোনিয়া জনিত রোগে ভোগছিলেন।
গত তিনদিন আগে শহরের খানপুর ৩শ শয্যা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।
বৃহস্পতিবার বাদ আছর দেওভোগ মাদরাসা মসজিদে মরহুমের জানাযার নামাজ শেষে মাদরাসা কবরস্থানে তাকে দাফন করা হয়।