নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১২ আগস্ট ২০২৫

মহান বিজয় দিবসে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ’র শ্রদ্ধাঞ্জলি ও বিজয় র‌্যালি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৮, ১৬ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবসে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ’র শ্রদ্ধাঞ্জলি ও বিজয় র‌্যালি

মহান বিজয় দিবসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত। সোমবার (১৬ ডিসেম্বর) সংগঠনের সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে সকাল সাড়ে ৮ টায় জেলা কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি শুরু করে। 

র‌্যালি বি.বি. রোড প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ চাষাঢ়ার বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।  

বিজয় র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান ও সৌরভ সেন, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম ও তাইরান আবাবিল রোজা, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর ও সাকিব হাসান সানি, অর্থ সম্পাদক শাহিন মৃধা, দপ্তর সম্পাদক অপূর্ব রায়, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্ত শেখ এবং প্রচার সম্পাদক রাতুল দেওয়ান। এছাড়াও অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ কলেজ কমিটি, সরকারি তোলারাম কলেজ, সরকারি কদম রসুল কলেজের ছাত্রনেতৃবৃন্দসহ অন্যান্য শাখা ও অঞ্চলের নেতাকর্মীরা।  

শ্রদ্ধানিবেদন পরবর্তীতে জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৬ ডিসেম্বর আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন।

এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি ‘সাম্য, মানবিক মর্যাদা, ও সামাজিক ন্যায়বিচার’ প্রতিষ্ঠার প্রত্যাশায় স্বাধীনতা অর্জন করে। তবে পরিতাপের বিষয় যে স্বাধীনতার ৫৩ বছর পরেও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠন সম্ভব হয়নি। 

২০২৪ এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন ইতিহাস রচিত হয়েছে। যা সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক ন্যায়বিচারের বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষাকে সংহত ও সুদৃঢ় করেছে। আমরা স্লোগান তুলেছি "২৪ এর অঙ্গিকার; রাষ্ট্র হবে সংস্কার"। ১৯৭১ থেকে ২০২৪ একই গণআকাঙ্ক্ষার ফসল। 

ছাত্রসমাজ সকল পরিবর্তনের লড়াকু সৈনিক। সংস্কারের এই যাত্রায়ও তার ব্যত্যয় ঘটবেনা। বরং গণতান্ত্রিক ও জাতীয় সক্ষমতার বিকাশে সহায়ক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আগামির দক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কার কার্যক্রম জোরদার করার কাজে ছাত্র ফেডারেশন আপামর ছাত্র সমাজকে সংগঠিত করে লড়াই চালিয়ে যাবে।
 

সম্পর্কিত বিষয়: