নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১২ আগস্ট ২০২৫

মহান বিজয় দিবসে পূজা পরিষদের দিনব্যাপী কর্মসূচি পালিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:০৫, ১৬ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবসে পূজা পরিষদের দিনব্যাপী কর্মসূচি পালিত

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের নেতৃত্বে চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এর মাধ্যমে কর্মসূচি শুরু করেন তারা।

এরপর চাষাড়া শ্রী শ্রী গোপাল জিওর মন্দিরে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেন পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।

এ সময় ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি কামনায় এবং ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, শংকর রায়, মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য ্সহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এছাড়াও শহরের বিভিন্ন মন্দিরে এবং বিভিন্ন থানা এবং উপজেলায় বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ প্রার্থনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।