নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ অক্টোবর ২০২৫

পূজা উৎসবমুখর হওয়ায় ডিসি-এসপিকে শুভেচ্ছা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৫, ৫ অক্টোবর ২০২৫

পূজা উৎসবমুখর হওয়ায় ডিসি-এসপিকে শুভেচ্ছা

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মহানগর পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খিষ্ট্রাণ কল্যাণ সংস্থা ও বাংলাদেশ হিন্দু মহাজোট।
 
রোববার ৫ অক্টোবর বিকাল ৩টায় জেলা প্রশাসকের সভাকক্ষে ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় পূজা উৎসবমুখর হওয়ায় জেলা প্রশাসককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানান তারা।

তারা দুর্গাপূজার মতই আগামী দিনগুলোতে হিন্দু সম্প্রদায়ের যে কোন বিপদে আপদে জেলা প্রশাসককে পাশে থাকার আহ্বান জানান। পরে জেলা প্রশাসকের কাছে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করার জন্য উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
 
এরপর বিকাল সোয়া ৪ টার দিকে তিন সংগঠনের নেতৃবৃন্দরা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তাকেও ফুলেল শুভেচ্ছা জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইনের সাথেও দেখা করে তাকে ফুলের শুভেচ্ছা জানান নেতৃবৃন্দরা।
 
উপস্থিত ছিলেন, দরিদ্রভান্ডার পূজা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ননি গোপাল সাহা, বলদেব জিউর আখড়া মন্দির কমিটির উপদেষ্টা ও নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমবায় সমিতির সভাপতি শংকর কুমার সাহা, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় রায়, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নয়ন সাহা, সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, কোষাধ্যক্ষ মানিক দাস, সদস্য মিলন, জেলা হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত দে, মহানগর হিন্দু বৌদ্ধ কল্যান ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট রাজিব মন্ডল, সদস্য সচিব খোকন সাহা, সজিব, তোবারক প্রমূখ।