নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ মে ২০২৪

ফতুল্লায় নিষিদ্ধ ট্যাবলেট ও মাদক বিক্রির দায়ে গ্রেপ্তার ৪ : জেল-জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৮, ১১ আগস্ট ২০২৩

ফতুল্লায় নিষিদ্ধ ট্যাবলেট ও মাদক বিক্রির দায়ে গ্রেপ্তার ৪ : জেল-জরিমানা

ফতুল্লায় নেশা জাতীয় ট্যাবলেটসহ স্বাগতম মোদক (৪২) নামের এক ঔষধ বিক্রেতা কে  আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার  (১০ জুলাই) সকাল  সদর উপজেলার ফতুল্লা মডেল থানার পোস্ট অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন রনজিৎ ফার্মেসীতে অভিযান চালিয়ে থেকে তাকে আটক করা হয়। সে ঐ ফার্মেসী পরিচালনা করে থাকে বলে জানা যায়।

ভ্রাম্যমাণ আদালত তাকে  ১৫ দিনের  কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। তার নিকট থেকে ১০ পিছ নিষিদ্ধ টাপেনডাটল  ট্যাবলেট  উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক  জানান, অধিক মুনাফা লাভে দীর্ঘদন ধরে এই ঔষধের দোকানে মাদক জাতীয়  নিষিদ্ধ ট্যাবলেট বিক্রি করে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে দোকানে অভিযান চালিয়ে ১০ পিছ টাপেনডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান,একই দিনে ফতুল্লা মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বহন ও সেবনে দায়ে তিন জনকে আটক করা হয়। পরে তাদের সকল কে ছয় মাসের কারাদন্ড প্রদান করে ভ্রামমান আদালত। 

দন্ডপ্রাপ্তরা হলেন মুসলিমনগরেরআঃ কাদিরের পুত্র মিন্টু (২৪), শাসনাগও বিসিকের নুর ইসলামের পুত্র আজহারুল (২৩) ও জসিমের পুত্র রাকিব (২৪)।

নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সকিউটর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া এই দন্ড প্রদান করেন।