নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৯ মে ২০২৪

আজমীর ওসমানের পরিচয়ে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০০, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

আজমীর ওসমানের পরিচয়ে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় মামলা

বন্দরে আজমীর ওসমানের পরিচয় দিয়ে রাস্তা সংস্কার কাজে সহযোগিতার কথা বলে ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজারের নিকট থেকে ২ লাখ টাকা দাবি করে ১ লাখ টাকা হাতিয়ে  নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। 

এ ঘটনায় এরস্টোক্রেটিক কনস্ট্রাকশন ফার্মের ম্যানেজার মো. ফিরোজ হাওলাদার বাদী হয়ে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩১(২)২৪ ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড - ১৮৬০। 

এর আগে গত বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় বন্দর থানার কলাবাগ চৌধুরীবাড়ী ব্রীজের পূর্ব পাশ্বে টাকা নেওয়ার  ঘটনাটি ঘটে।

জানাগেছে, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি মৌচাক এলাকার এসকেন্দার হাওলাদারের ছেলে ফিরোজ  হাওলাদার মুকুল দীর্ঘদিন ধরে এরস্টোক্রেটিক কনস্ট্রাকশন ফার্মে ম্যানাজারের দায়িত্ব পালন করে আসছে। বন্দরে চলমান উন্নয়ন কাজের বন্দর কলাবাগ টু চৌধুরী বাড়ি কলাগাছিয়া রাস্তার সংস্কার কাজ পায় উল্লেখিত প্রতিষ্ঠানটি। 

এ সুবাধে গত ১৯ ফেব্রুয়ারি অজ্ঞাত নামা ব্যক্তি ০১৭২১২৭৬৮৫৭ নাম্বারের মোবাইল থেকে ম্যানেজারের মোবাইলে  ফোন করে আজমীর ওসমান পরিচয় দিয়ে কাজে সহযোগিতার নামে ২ লাখ টাকা দাবি করে।

পরবর্তী ২১ ফেব্রুয়ারি উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে  বলে বন্দর কলাবাগ আসিয়া ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা অজ্ঞত ব্যক্তির নিকট ১লাখ টাকা দেওয়ার জন্য।  

পরে ওই দিন দুপুর সোয়া ২টা প্রতিষ্ঠানটি ম্যানেজার ফিরোজ হাওলাদার মুকুল ব্রীজের সামনে দাড়িয়ে থাকা অজ্ঞাতনামা ব্যক্তির নিকট ১ লাখ টাকা দিয়ে চলে আসে।

পরবর্তীতে গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় উক্ত অজ্ঞতানামা ব্যক্তি ম্যানেজারের মোবাইলে ফোন করে বিকাশ নাম্বার ০১৬২৯৮৯২০৪৪ পাঠিয়ে আরো ১ লাখ টাকা দাবি করে।

বিষয়টি ম্যানেজার প্রতিষ্ঠানের সিওকে অবগত করার পর অজ্ঞাত ব্যক্তির  ০১৭২১২৭৬৮৫৭ নাম্বারটি বন্ধ পাওয়া যায়।