নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৫ অক্টোবর ২০২৫

বন্দরে বিভিন্ন মামলার ২ সাঁজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০০, ২৬ মে ২০২৪

বন্দরে বিভিন্ন মামলার ২ সাঁজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

বন্দরে বিভিন্ন মামলার সাঁজাপ্রাপ্ত ২ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রোববার (২৬ মে)  দুপুরে উল্লেখিত সাঁজাওয়ােরন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।  এর আগে গত শনিবার (২৫ মে) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ওই সাঁজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ধৃতরা হলো বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকার মৃত বদর উদ্দিন খন্দকারের ছেলে সিআর মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী আনিছ খন্দকার (৫২) ও একই উপজেলার বিবিজোড়া এলাকার মৃত আলেক মুন্সী ছেলে জিআর মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী আবুল খায়ের (৪৫)।

থানা সূত্রে জানা গেছে,  ধামগড় ফাঁড়ির এএসআই মোঃ সাইফুদ্দিনসহ সঙ্গীয় র্ফোস শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর দেওয়ানবাগ এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত আসামী আনিছ খন্দকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ছাড়াও বন্দর থানার এসআই আহাদুজ্জামান অপর এসআই মফিজুল ইসলামসহ সঙ্গীয় র্ফোস একই রাতে বন্দর বিবিজোড়া এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বন্দর থানার রুজুকৃত ১৪(১)২০ নং মাদক মামলার সাঁজাপ্রাপ্ত আসামী আবুল খায়েরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।