নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৩ মে ২০২৫

ফতুল্লার থেকে নিখোঁজ জহুরার সন্ধান ১৬ দিনেও মিলেনি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৬, ১৯ অক্টোবর ২০২৪

ফতুল্লার থেকে নিখোঁজ জহুরার সন্ধান ১৬ দিনেও মিলেনি

১৬ দিনেও সন্ধান মিলেনি ফতুল্লার পাগলা থেকে নিখোঁজ হওয়া জহুরা বেগমে (৫৬) এর। গত ৩  অক্টোবর  সকালে সে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

নিখোঁজ জহুরা বেগমের ছেলে বদন মিয়া জানান,তার মা মানসিক ভারসাম্যহীন। চলতি মাসের ৩ তারিখ সকাল সাড়ে ৭ টার দিকে ফতুল্লা থানার পাগলা নূরবাগ মাদ্রাসা সংলগ্ন বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। 

বাসা থেকে বের হওয়ার সময় সে কালো বোরখা পরিহিত ছিলো। কেউ তার মায়ে সন্ধান পেলে  ০১৮৫৯১৪৭৯৭৮, ০১৭৯৫৫৬৬০১৯ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে।