বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বন্দরে নিহত ও আহতদের মাঝে অনুদানের অর্থ বিতরন করেছেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের উদ্যাগে উপজেলা মিলনায়তনে এ অনুদানের অর্থ বিতরণ করা হয়।
জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের পেটুয়া বাহিনীর হাতে নির্মম ভাবে নিহত হয় বন্দরে নবীগঞ্জ কুশিয়ারা এলাকার কলেজ শিক্ষার্থী স্বজনসহ বহু ছাত্র।
বন্দরে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনে আহত ১২ জনের প্রত্যেককে চিকিৎসা জন্য ৫ হাজার টাকা ও নিহত স্বজনের পরিবারকে নগদ ১৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।


































