নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৮ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০৪, ৩ জুন ২০২৫

সোনারগাঁয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

সোনারগাঁয়ে গরুর খাবারের জন্য ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে মো. কবির (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত কবির সোনারগাঁ উপজেলার মোগড়াপারা ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। স্থানীয় চেয়ারম্যান নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহতের ভাই আবুল কালাম বলেন, আমার ভাই কৃষিকাজ করত। গরুর খাবারের জন্য বাড়ির পাশেই ঘাস কাটার সময় ডান পায়ে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় সোনারগাঁ উপজেলা হাসপাতালে নিয়ে যাই। 

পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।