
বন্দর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মাহাবুব হোসেনের শয্যাপাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা সাম্যবাদী দলের নেতৃবৃন্দ।
সাম্যবাদী দলের প্রধান সাঈদ আহাম্মেদের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা সাম্যবাদী দলের একটি প্রতিনিধি দল রোববার (৬ জুলাই) দুপুরে বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জের নমুনা বাজারস্থ সাংবাদিক মেহেবুব হোসেনের বাস ভবনে গিয়ে তার খোঁজ খবর নেন।
এ সময় তারা মাহাবুব হোসেনের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন এবং সুস্থ্যতা লাভের জন্য তারা সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন। সাম্যবাদী দলের নেতৃবৃন্দের এহেন মানবিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক মাহাবুব ও তার পরিবারের সদস্যরা।
ওই সময় উপস্থিত নারায়ণগঞ্জ জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড জাকির শিকদার, জেলা কমিটির প্রচার সম্পাদক কমরেড সেলিম হায়দার,বন্দর থানা কমিটি সভাপতি কমরেড ইরফান খন্দকার ও সাবেক সভাপতি কমরেড জাহাঙ্গীর প্রধান প্রমুখ।