
বন্দরে মিনিখালী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত নামা (২৬) বছরের এক নারী পা বাধা অবস্থায় অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সোয়া ৫টায় সোনারগাঁ থানার কাবিলগঞ্জ এলাকার মুজিবর মেম্বারের বাড়ীর সামনে মিনিখালী নদী থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে করা হয়। লাশ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।
কলাগাছিয়া নৌ ফাঁড়ী ইনচার্জ পুলিশ পরিদর্শক ছালে আহাম্মদ জানিয়েছে, স্থানীয় এলাকাবাসী সকালে মিনিখালি নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারী মৃতদেহ দেখতে পেয়ে কলাগাছিয়া নৌ ফাঁড়ীকে সংবাদ দেয়। পরে বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশ উল্লেখিত নদী থেকে দুই পা কামিজ দিয়ে বাঁধা ও উলঙ্গ অবস্থায় অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে সাথে অজ্ঞাত নারী নাম পরিচয় জানার জন্য পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।