বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকালে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল হোসাইনের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালে ১৯ আগস্ট এই স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন জনগণের সেবায় নিয়োজিত রাখার জন্য এই আদর্শিক চিন্তা চেতনার ধারা স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ নিবেদিত ভাবেই মনে প্রানে বিশ্বাস করে এবং পালন করে।
তারই ধারাবাহিকতায় আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করছি । সেই সাথে বাংলাদেশের জনগণের সেবায় স্বেচ্ছাসেবক দল সর্বসময় নিয়োজিত থাকবে ইনশাল্লাহ।
এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর আহমেদ ভূঁইয়া সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জামাল হোসেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শরিফ, শফিকুল, নিপুন খান, সাইফুল, সুমন, রবিউল, মাসুদ, আলিফ, সামির, মনির ইউনুস, মোক্তার, তামিমসহ নেতৃবৃন্দ।


































