নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ আগস্ট ২০২৫

বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ২ নারীসহ আহত ৪, মামলা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৮, ২৩ আগস্ট ২০২৫

বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ২ নারীসহ আহত ৪, মামলা

বন্দরে মাছ ধরতে বাঁধা দেওয়ার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ২ নারীসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত জখমের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। 

শুক্রবার (২২ আগস্ট) আহতের স্ত্রী রুজিনা আক্তার বাদী হয়ে হামলাকারি জুনায়েদ ও তার পিতা বাচ্চু মিয়া, ফয়সাল, রমজান ও রোমানের নাম উল্লেখ্য করে আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

এর আগে গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় বন্দর থানার কড়াইয়া বাড়িস্থ গোলশানারা বেগমের বসত বাড়ি সামনে কাঁচা রাস্তার উপরে ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৯টায় বন্দর উপজেলার কড়ইয়া বাড়ি এলাকার বাচ্চু মিয়ার ছেলে জুনায়েদ মামলার বাদিনীদের পুকুর পাড়ে থেকে টেটা দিয়ে মাছ ধরার সময় বাদিনী ভাসুর আদিল প্রতিপক্ষ জুনায়েদকে মাছ না ধরার জন্য বাধা নিষেধ করে।

এ ঘটনায় জুনায়েদ ক্ষিপ্ত হয়ে  পর্যায়ে বাদিনী ভাসুর আদিলকে গালাগালি করে।  এক পর্যায়ে বাদিনী স্বামী রাসেল মিয়া হৈচৈয়ের শব্দ পেয়ে প্রতিপক্ষ রাসেলকে গালাগালি করতে নিষেধ করলে উল্লেখিত প্রতিপক্ষ জুনায়েদ  নানা ভাবে ভয়ভীতি ও হুমকি দামকি প্রদানসহ তার পিতা বাচ্চু  ও আমৈর এলাকার সামাদ মিয়ার ছেলে রোমানকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলে।

পরে ওই দিন রাত সাড়ে ৯টায় উল্লেখিত সন্ত্রাসী পিতা/পুত্র একই থানার লক্ষনখোলা এলাকার লিয়াকত মিয়ার ছেলে জামাতা ফয়সাল একই থানার আমৈর এলাকার আবুল বাশার মিয়ার ছেলে রমজান ও একই এলাকার সামাদ মিয়ার ছেলে রোমানসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পিত ভাবে  দেশী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাদিনী স্বামী রাসেল উপর অতর্কিত হামলা চালায় কিল ঘুষি মেরে নিলা ফুলা জখম করে।

এক পর্যায়ে সন্ত্রাসী পিতা বাচ্চু  তাহার হাতে থাকা টর্চ লাইট দিয়া হত্যার উদ্দেশ্যে বাদিনী স্বামীর কপালের ডান পাশে বারি মারিয়া গুরুতর ফাটা রক্তাক্ত জখম করে।

রাসেল মাটিতে পরিয়া গেলে বাচ্চু, ফয়সাল, রমজান ও রোমান বাদিনী স্বামীর হাত-পা চাপিয়া ধরে সন্ত্রাসী জুনায়েদের হাতে থাকা ধারালো ছুরি দিয়া আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে আমার স্বামীর পুরুষ অঙ্গে পোচ মারিয়া মারাত্বক গুরুতর কাটা রক্তাক্ত জখম করে।

জখমপ্রাপ্ত রাসেলের ডাক চিৎকারে বাদিনীসহ তার জাল শিমু ও ভাগ্নি কেয়া আক্তার (২৫) বাঁচাতে এগিয়ে আসলে উল্লেখিতরা তাদেরকেও এলোপাতারী কিল ঘুষি ও লাখি মারিয়া শরীরের বিভিন্নস্থানে নিলাফুলা জখম করে।

উপস্থিত লোকজনের সহায়তায় মারাত্মক জখমপ্রাপ্ত রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।