নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৮ আগস্ট ২০২৫

বন্দরে ১৩ দিন ধরে মানসিক ভারসাম্যহীন যুবক আরিফুল নিখোঁজ  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪১, ২৭ আগস্ট ২০২৫

বন্দরে ১৩ দিন ধরে মানসিক ভারসাম্যহীন যুবক আরিফুল নিখোঁজ  

বন্দরে ১৩ দিন ধরে আরিফুল ইসলাম (৪৩) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক বাসা থেকে বের হয়ে  নিখোঁজ রয়েছে। নিখোঁজ আরিফুল ইসলাম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সুচিয়ারবন এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে।

অনেক স্থানে খোঁজাখুঁজি করে নিখোঁজ আরিফুল ইসলামের কোন হদিস না পেয়ে নিখোঁজের স্ত্রী মাহামুদা সাথী বাদী হয়ে বুধবার (২৭ আগস্ট) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ১৫২০ তাং- ২৭(৮)২৫।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ২টায় উল্লেখিত এলাকায় নিজ বাড়ি হইতে বের হয়ে ওই মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হয়। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ যুবককে খুঁজে পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।