নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫

ফতুল্লায় কিশোরীকে ধর্ষণ চেস্টার অভিযোগে ৩ কিশোর গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২১, ২৯ আগস্ট ২০২৫

ফতুল্লায় কিশোরীকে ধর্ষণ চেস্টার অভিযোগে ৩ কিশোর গ্রেপ্তার

ফতুল্লার লালপুরে নয় বছর বয়সী এক কিশোরী কে ধর্ষনের চেস্টার অভিযোগে তিন কিশোর কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।  

গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার বাহাদুর মিয়ার পুত্র মারুফ (১৭), বাবুল মিয়ার পুত্র রাজু (১৪) ও একই এলাকার দুলাল মিয়ার ভাড়াটিয়া জয়ন্ত (১৪)।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তাদেরকে ফতুল্লা মডেল থানার লালপুর পৌষাপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায়  কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

জানা যায়, কিশোরীর মা স্থানীয় একটি গার্মেন্টেসে কাজ করে এবং বাবা অটোরিক্সা চালক। চলতি মাসের ২৪ তারিখে রাত সাতটার দিকে তারা উভয়েই কাজের জন্য বাসার বাইরে থাকার সুযোগে গ্রেপ্তারকৃতরা তার বাসায় গিয়ে কিশোরী মেয়েকে কৌশলে বাসা থেকে ডেকে বের করে পার্শ্ববর্তী একটি পাঁচতলা বিল্ডিংয়ের ছাদে নিয়ে জোড় পূর্বক ধর্ষণের চেস্টা করে। এ সময় সে ডাক-চিৎকার করলে তারা সটকে পরে। 

পরবর্তীতে পরেরদিন রাত আটটার দিকে কিশোরী পাশের বাড়ীতে ঘুমাতে যাবার সময় রাস্তা থেকে তুলে নিয়ে ঐ একই ছাদের নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় ধর্ষন করার চেস্টা করে। এ সময় কিশোরী আবারো ডাক চিৎকার করলে গ্রেপ্তারকৃতরা দৌড়ে পালিয়ে যায়। 

এর তিন দিন পর ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বাসায় একা থাকা কিশেরী মেয়েকে ডাকাডাকি করলে সে ভয়ে দরজা লাগিয়ে রুমের ভিতর বসে থাকে। দুপুরে কিশোরীর মা বাসায় খেতে এলে সকল কিছু খুলে বলে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শরিফুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে আমরা রাতে অভিযান চালিয়ে জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছি। তারা সকলেই কিশোর।