
রূপগঞ্জে মাছিমপুর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাদক, আগ্নেয়াস্ত্র, গুলিসহ শুটার রিয়াজ বাহিনীর পাঁচ সহযোগীকে সেনাবাহিনী ও পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল এবং রূপগঞ্জ থানা পুলিশের এই যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-রমজান মোল্লা (৩৫), সবুজ (২৬), মেহেদী হাসান (২৫), এনামুল হক (২৫), সুমন হোসেন (২৩)।
তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর পাঁচ জনকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পূর্বাচল আর্মি ক্যাম্পের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ১৪টি বারুদ বোমা, ছয় বোতল ফেনসিডিল, নয় পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এরা রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাদাবাজ শুটার রিয়াজের সহযোগী। তাদের কর্মকান্ডে এলাকাবাসী একপ্রকার জিম্মি হয়ে আছে। উল্লেখ্য যে গত ০৩ সেপ্টেম্বর সিলেটের গোয়াইনঘাট এলাকা থেকে শুটার রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্বাচল আর্মি ক্যাম্প জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।