নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫

বন্দরে বেড়াতে এসে মাদ্রাসা ছাত্র নাজমুল নিখোঁজ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৯, ১৩ অক্টোবর ২০২৫

বন্দরে বেড়াতে এসে মাদ্রাসা ছাত্র নাজমুল নিখোঁজ 

সুদূর শেরপুর জেলা  থেকে  বন্দরে ফুপুর ভাড়াটিয়া বাড়িতে বেড়াতে এসে  মাদ্রাসা ছাত্র নাজমুল (১১) দীর্ঘ ৬ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

নিখোঁজ ছাত্র নাজমুল সুদূর শেরপুর জেলার নলিতাবাড়ি থানার ভাইগরপাড়া এলাকার আলামিন মিয়ার ছেলে।

এ ঘটনার দীর্ঘ ৬ দিন পর নিখোঁজ মাদ্রাসা ছাত্রের ফুপু শরিফা বেগম বাদী হয়ে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেন।

এর আগে গত সোমবার (৬ অক্টোবর) দুপুরে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা কেল্লা জামে মসজিদ সংলগ্ন জনৈক  বোরহান উদ্দিনের ভাড়াটিয়া বাড়ি থেকে রাস্তার উদ্দেশ্যে বের হয়ে ওই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়।

নিখোঁজ জিডি বাদিনী গণমাধ্যমকে জানিয়েছেন, গত ১৮ সেপ্টেম্বর তারিখে আমার  ছোট ভাইয়ের ছেলে মাদ্রাসা ছাত্র নাজমুলকে দেশের বাড়ি থেকে বেড়ানো জন্য আমার ভাড়াটিয়া বাড়ি বন্দরের সোনাকান্দা এলাকায় নিয়ে আসি।

কিছু দিন  থাকার পর গত সোমবার (৬ অক্টোবর) দুপুরে সোনাকান্দা কিল্লা জামে মসজিদ সংলগ্ন বোরহান মিয়ার ভাড়াটিয়া বাড়ি থেকে রাস্তার উদ্দেশ্যে বের হয়ে গত ৬ দিনেও বাড়িতে ফিরে আসেনি।

অনেক স্থানে খোঁজাখুঁজি করে নাজমুলের কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে আমি বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করি। জিডি পেয়ে পুলিশ বেড়াতে আসা নিখোঁজ মাদ্রাসার ছাত্রের সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে। 
 

সম্পর্কিত বিষয়: