নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২২ অক্টোবর ২০২৫

শিশু ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:২২, ২১ অক্টোবর ২০২৫

শিশু ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বন্দরে এক শিশু গৃহকর্মীকে (১২) ধর্ষণের অভিযোগে মো. রুহুল আমিন (৪১) নামে এক ট্রাফিক পুলিশকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অভিযুক্ত মো. রুহুল আমিন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার মো. শেখ সাদীর ছেলে মো. রুহুল আমিন। 

মঙ্গলবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি লিয়াকত আলী। এরআগে সোমবার বন্দর উপজেলার রুপালি জান্নাত মসজিদ গলি এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির চাচা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আসামি রুহুল আমিন ঢাকার কলাবাগান এলাকা থেকে ভুল বুঝিয়ে শিশুটিকে বন্দর উপজেলার রুপালি জান্নাত মসজিদ গলির সিরাজের বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। 

রাতে ভুক্তভোগীকে পুনরায় কলাবাগানে দিয়ে আসার সময় শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পৌঁছলে সে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় জনতা আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং অভিযুক্ত আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।