নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

৩১ অক্টোবর ২০২৫

রূপগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী শুটার শফিক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৬, ৩০ অক্টোবর ২০২৫

রূপগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী শুটার শফিক গ্রেপ্তার

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম (শফিক) ওরফে শুটার শফিককে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে রাজধানীর মাদারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় অন্তত ছয়টি মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলা।

শফিকুল ইসলাম তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্ণগোপ এলাকার মো. ফাইজুল ইসলামের ছেলে। একসময় তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।